শাহনাজ বেগম, নিজস্ব প্রতিবেদক : বর্ষার আগমন ঘটতে না ঘটতেই সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায় যা তা হচ্ছে ডেঙ্গু জ্বর। এই ডেঙ্গি বা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস ইজিপ্টাই জাতের মশার কামড়ে জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হয়। তবে এতদিন আমাদের জানা ছিল যে এই মশা কেবলমাত্র সকালে অথবা বিকালের দিকে কামড়ায়।
সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান এডিস মশা মানুষকে দিনে কামড়ায় কিনা এই ধরনের ধারণা যাচাই করতে গিয়ে গত কয়েক বছর গবেষণা পরিচালনা করে দেখা গিয়েছে যে এই মশাটি শুধু দিনে নয় বরং রাতেও কামড়ায় অর্থাৎ মশার পরিবর্তন ঘটেছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।
এই পরীক্ষায় একজন মানুষকে মশারির ভিতরে রেখে তাকে কামড়াতে আসা মশারির বাইরের জমাকৃত মশাগুলিকে সংগ্রহ করে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করে দেখা হয় মশা গুলি কোন প্রজাতির।
বিভিন্ন মৌসুমে চানা চব্বিশ ঘন্টা এই মশা সংগ্রহ ও আচরণ পরীক্ষা করে চালানো হয় কোন ধরনের মশা কোন সময়ে কামড়াতে বেশি পছন্দ করে।
এই পরীক্ষা করতে গিয়ে অধ্যাপক কবিরুল বাশার ধারণা করছেন একসময় এডিস মশা শুধু দিনে কামড়ালে এখন এই মশার আচরণগত পরিবর্তন এসেছে বিশেষ করে আগে শুধু সকালে এবং বিকেলে কামড়াত কিন্তু পরীক্ষালব্ধ গবেষণায় সেটি ভুল প্রমাণিত হয়েছে ল্যাবরেটরি এবং মাঠ পর্যায়ের গবেষণায় দেখা গেছে এডিস মশা এখন রাতেও কামড়ায়।
আর তাই এখন শুধুমাত্র দিনের বেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করে রাতের বেলায়ও ডেঙ্গু বাহী এডিস মশা থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
Leave a Reply