মুন্সীগঞ্জ প্রতিনিধি : অবহেলিত জনপদে আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেল মানুষের জীবন মান। বলছিলাম মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর,চর মিরেশ্বর ও পশ্চিম মুক্তারপুরের কথা।
সেখানে বছরখানেক আগেও মানুষের চলাচলের তেমন কোনো রাস্তা ছিল না। কিন্তু গত এক বছরে পাল্টে গেল শিল্প কারখানার সর্গ রাজ্য পশ্চিম মুক্তারপুর,চর মিরেশ্বর ও চর মুক্তারপুরের দৃশ্যপট। এখন আর এসব এলাকা গুলোতে জলাবদ্ধতা দেখা যায় না, নেই কাঁচা সড়কের অস্তিত্ব। এসব এলাকার সবগুলো সড়কই এখন রূপান্তরিত হয়েছে পাকা করনে।
রবিবার বিকাল ৬ টার দিকে এসব সড়কগুলোর মধ্যে চর মিরশ্বর থেকে চর মুক্তারপুর পর্যন্ত ৭০০ ফিটের একটি সিসি সড়কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
গুরুত্বপূর্ণ ও শতব্যস্ততম সড়ক টি কাঁচা থেকে পাকা করনের অর্থায়ন করেন সাংসদ নিজেই। এতে ব্যয় হয় প্রায় ৭ লাখ টাকা। ড্রেনেজ ব্যবস্থা সহ অবহেলিত সড়কটি পাকা করনে আনন্দে উদ্ধলিত ওই এলাকার বাসিন্দারা। এছাড়াও আয়তনে ও একই সমান ৭ লাখ টাকা ব্যয়ে পাশাপাশি আরেকটি সড়ক নির্মিত হয়েছে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে। একই সময় পাশাপাশি দুটি সড়ক পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত এলাকাবাসী।
সড়কটি উদ্বোধন কালে ইউপি সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা সেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি ইসমাইল দেওয়ান,পৌর সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ আরিফুর রহমান,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য গোলম রসুল সিরাজী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসহ আইন বিষয়ক সম্পাদ আপন দাস,জেলা তরুন লীগের সভাপতি মৃদুল দেওয়ান,পৌর সেচ্ছা সেবকলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হৃদয়, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ।
Leave a Reply