গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুর টোল অফিসের পাশে যাত্রীবাহী আমিত ডিলাক্স নামের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে
যায়। শুক্রবার (৩০ জুন) সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে ২৫জন।যাত্রীরা জানান, গোপালগঞ্জের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে সাড়ে ৯টার সময় টেকেরহাটের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই গাড়ী চালক এলোমেলোভাবে
চালাচ্ছিলো বাসটি।
স্থানীরা ৯৯৯ ফোন দিলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আরিফুল হক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। সেখানে আমাদের মেডিকেল ইউনিট প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর
হাসপাতালে প্রেরণ করি।
Leave a Reply