স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাকা পাঞ্চার হয়ে বাস পুকুরে পড়ে দশ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে চার জন কে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে পথচারীরা।
এদের মধ্যে স্বপন হালদার (১৭) এবং নিয়ামত আলী (৩৫) নামক দুই যাত্রীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
বাকী দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। অন্য যাত্রীরা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করে। তবে এ ঘটনায় মৃত্যুর কোন খবর পাওয়া য়ায়নি বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে যানা যায়।
আজ সোমবার দুপুরে রাজৈর-কোটালীপাড়া সড়কের কদমবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা মেট্রো-জ, ১১-২০৮৫ নম্বরের লোকাল বাসটি রাজৈর থেকে কোটালীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনা স্থলে পৌছালে সামনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ চালায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply