শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় টেলিকম কোম্পানী বাংলা লিংক মোবাইল টাওয়ারের চুড়ায় উঠে বসে আছে এক প্রতিবন্ধী যুবক। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এমন খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।
এ সময় শত শত উৎসুক জনতা ভিড় জমায় ঘটনা দেখতে।
পরে জানা যায়, সে উপজেলার উত্তরপাড় গ্রামের মৃত আতাহার তালুকদারের ছেলে লায়েক তালুকদার (৩০)।
গতকাল শনিবার সন্ধ্যায় রাধাগঞ্জ ইউনিয়নের আটাশি বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যুবকটি মানসিক প্রতিবন্ধি, তাকে দুপুরের পরই টাওয়ারের চুড়ায় উঠতে দেখে স্থানীয় জনতা, সে প্রায়ই ওখানে ওঠে, সন্ধ্যায় ফায়ার সার্ভিসের লোক এসে তাকে নিচে নামায়, এই যুবকটি এলাকায় প্রায়ই বিভিন্ন অপকর্ম করে, এ জন্য তাকে লাঞ্চিতও হতে হয়েছে এলাকাবাসীর কাছে।
আরো জানা যায়, ঐ টাওয়ারটিতে রাত বিরাত মাদকের আড্ডা বসে।
এ বিষয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন- টাওয়ারটিতে নিরাপত্তা বেষ্টনী ও পাহারাদার না থাকার কারনে ঐ মানসিক প্রতিবন্ধি যুবক ছাড়াও এলাকার অন্যান্য লোকজন মাঝে মধ্যেই চুড়ায় ওঠে, এতে বৈদ্যুতিক শর্ক সার্কিট, হার্টফেল বা নিচে পড়ে মৃত্যুর ঝুকি রয়েছে।
Leave a Reply