মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে রহিমা ২বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩জুন) বিকাল আনুঃ ৩টার সময় ঘটনাটি ঘটেছে, উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে।
শিশু রহিমা হিদিয়া গ্রামের মোঃ জব্বার শেখের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মেয়েটি খেলা করতে করতে পুকুরে পড়ে যায়, পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর পানি থেকে মেয়েটিকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে ছোট শিশু রহিমার মৃত্যুতে তার মা কুলসুম বেগম বার বার জ্ঞান হারাচ্ছেন, এবং এমন মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে শিশু রহিমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পৌর কমিশনার ও বর্তমান যশোর জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা।
তিনি এক শোক বার্তায় জানিয়েছেন কোমলমতি শিশু রহিমার এমন মৃত্যু সত্যি মেনে নিয়া কষ্টদায়ক ও দুঃখজনক, আমি মৃত-শিশুর আত্মার মাগফিরাত কামনা করছি, এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছি। মহান আল্লাহু যেনো শোকাহত পরিবারের এই শোক কেটে উঠার তৌফিক দান করেন।
Leave a Reply