মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন নামুড়ি বাজার হতে বিশেষ অভিযান চালিয়ে ১৮কেজি গাঁজা একটি প্রাইভেট কার সহ ১জন মাদক ব্যবসায়ী কে আটক করেন ডিবি পুলিশ।
গত ১৯জুন জুন ২০২৩ইং সোমবার লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ফেরদৌস সরকার, এএসআই(নিঃ)/ মোঃ মনোয়ার, কং-৮২/ মোঃ বেলাল হোসেন, কং-৮১/ রাশেদ ও কং-৪৭৯/ ময়েজ উদ্দিন, এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের আদিতমারী থানাধীন নামুড়ি বাজারস্থ জনৈক নুর ইসলাম এর মাইকের দোকানের সন্মুখে থাকা লালমনিরহাট-কালীগঞ্জ গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ আব্দুল মান্নান (৪৩) কে হাতেনাতে আটক করে উক্ত আসামীর চালিত একটি সাদা রংয়ের প্রাইভেট কারের ব্যাকডালার ভিতর হতে দুটি সাদা প্লাস্টিকের মধ্যে রক্ষিত ০৪টি পোটলায় ০৪(চার) কেজি ৫০০ গ্রাম করে মোট-১৮(আঠারো) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রভক্স প্রাইভেট আটক করেন গোয়েন্দা শাখার পুলিশ।আটককৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজুর করা হয়।
লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন নামুড়ি বাজার হতে বিশেষ অভিযান চালিয়ে ১৮কেজি গাঁজা একটি প্রাইভেট কার সহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশ।
Leave a Reply