মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়ায় কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। জেলায় এবার ৮৫টি হাটে কোরবানির পশু কেনা-বেচা হচ্ছে। এর মধ্যে ৩২টি স্থায়ী ও ৫৩টি অস্থায়ী হাট। এবার জেলার হাটগুলোতে ৭ লাখ ২৬ হাজার ৫৯৭টি পশু কেনা-বেচা হবে। এর মধ্যে অধিকাংশই গরু ও ছাগল।
এছাড়া মহিষ, ভেড়াও রয়েছে। কোরবানির জন্য জেলার মোট ৪৪ হাজার ৩২৯ জন খামারি এই পরিমাণ পশু কোরবারির জন প্রস্তুত করেছেন। জেলা প্রাণি সম্পদ অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এ দিকে, হাটগুলোতে পশু কেনা-বেচা নিয়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সেইসাথে গুরুত্বপূর্ণ বড় বড় হাটগুলোতে বসানো হয়েছে জালটাকা শনাক্তকরণের মেশিন।
পুলিশ সূত্রে জানা গেছে, এবার বগুড়া সদরে ৮টি,শাজাহানপুরে ১৪টি,শিবগঞ্জে ১৪টি,গাবতলীতে ৯টি, সোনাতলায় ৬টি,আদমদিঘীতে ৩টি, দুপচাঁচিয়ায় ৫টি, কাহালুতে ৫টি,নন্দীগ্রামে ৪টি,শেরপুরে ৬টি,ধুনটে ৬টি ও সারিয়াকান্দিতে ৫টি কোরবারির পশুর হাট বসেছে। সপ্তাহের প্রতিদিনই কোন না কোন হাটে কোরবানির পশু কেনা-বেচা চলছে।
হাটগুলেতে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ বড় বড় হাটগুলোতে থাকছে পুলিশ কন্ট্রোল রুম। হাটে মোতায়েন থাকবে একজন করে পুলিশের এসআই বা এএসআই, ২ জন করে কনস্টেবল। এছাড়া সাদা পোশাকে নজরদারি করছে পুলিশের সদস্যরাও। হাটের ইজারদারদের পক্ষ থেকে বসানো হবে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকছে সেচ্ছাসেবকদলও।
গুরুত্বপূর্ণ বড় হাটগুলো হলো, বগুড়া সদরের সাবগ্রাম, ঘোড়াধাপ, নামুজা, শেরপুরের বারদুয়ারী, আদমদীঘির রাধাকান্তহাট সান্তাহার, আদমদীঘি, ধুনটের হাসুখালি, শাজাহানপুরের বনানী, দুবলাগাড়ী, রাণীরহাট, নয় মাইল, দুপচাঁচিয়ার ধাপেরহাট, কাহালুর জামগ্রাম বাজার, শিবগঞ্জের মহাস্থান, বুড়িগঞ্জ, সোনাতলার সৈয়দ আহেমেদ কলেজ, কাঁচারীহাট, নন্দীগ্রামের রণবাঘা, গাবতলীর নারুয়ামালা, সারিয়াকান্দির মথুরাপাড়া, জোড়গাছা ও ফুলবাড়ী হাট। তবে অধিকাংশ হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত হাসিলের টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার বলেন, কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হাটে জালটাকা কারবারি চক্রের সদস্যরা কোরবারির পশু কিনতে গিয়ে যাতে জালনোট ছড়াতে না পারে সেজন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বড় বড় হাটগুলোতে থাকবে জালটাকা সনাক্তকরণ মেশিনও।
পুলিশ কন্ট্রোল রুমে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। তিরি আরও বলেন, হাটে হাটে অজ্ঞানপার্টি ও মলমপার্টির তৎপরতারোধেও পুলিশ সজাগ থাকবে। সেইসাথে হাটগুলোতে পশু কেনা-বেচার সময় ইজারাদারের লোকজন অতিরিক্ত হাসিল আদায় না করতে পারে সেজন্যও পুলিশের নজরদারি থাকবে।
Leave a Reply