এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে কাঁছিঘাটা রেঞ্জ আওতাধীন জাথিলা বিটের ফ্রি ম্যান কবিরের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ,এতে ভুক্তভোগীদের বিক্ষোভ ও মানববন্ধন।
শুক্রবার (১৬ জুন)বেলা ১১ টায় কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের জাথিলা বিট অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া কম্বলপাড়া গ্রামের মৃত ওয়াজউদ্দিনের ছেলে কবির জাথিলা ফরেস্ট অফিসের ডেইলি লেবার ফ্রিম্যান হিসেবে কাজ করে, সে স্থানীয় প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে অসহায় মানুষদেরকে বোকা বানিয়ে বনবিভাগের সরকারি প্লট পাইয়ে দেয়ার কথা বলে লক্ষ্য লক্ষ্য টাকা আত্মসাৎ করেছে কবির।
জানা যায়, ৩০জন গরীব অসহায় পরিবারের কাছ থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে প্রতারক কবির।স্থানীয় জাথালিয়া গ্রামের বাসিন্দা আম্বিয়া, রোজিনা, শাহিদা, সেলিনা, ইয়াসমিন, মোকসেদ, জমিরউদ্দীনসহ আরো কয়েকজন অভিযোগ করেন,জাথিলা বিটের ফ্রিম্যান কবির বনবিভাগের উপকারভোগী প্লট পাইয়ে দেওয়ার কথা বলে তাদের মতো গরীব অসহায় প্রায় ৩০জনের কাছ থেকে টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীরা আরো বলেন, কবির বনবিভাগের সরকারি প্লট বরাদ্দ দেওয়ার নামে অসহায় হতদরিদ্র মানুষদের কাছ থেকে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে।বিগত কিছুদিন ধরে তার পিছনে ঘুরে বনবিভাগের প্লটও মেলেনি টাকাও ফেরত দিচ্ছেনা।টাকা ফেরত চাইলে বনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।জাথিলা বিটের আওতাধীন বাঘাইর গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল জলিল মিয়া, আলামিন, শাহাদত, নজরুল, ইমরান, হাবিবুরসহ ভুক্তভোগীরা জানান, বনবিভাগের প্লট পাওয়ার আশায় বিট অফিসের ফ্রী ম্যান কবির মিয়া প্রায় ১০ লক্ষাধিক টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে।বনের উপকারভোগী প্লট বরাদ্দ দেওয়ার নামে ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে যাচ্ছে কবির।বিগত দুই তিন বছর ধরে গোঁড়াচ্ছে, বনের প্লটও দিচ্ছে না টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি,মিথ্যা মামলা সহ বিভিন্ন তালবাহানা করে আসছে প্রতারক কবির।ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত পাওয়ার আশায় মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন তাদের প্লটের প্রয়োজন নেই তারা তাদের টাকা ফেরত চায়।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, তিনি কিছুদিন আগে শুনেছেন জাথিলা বিটের ফ্রি ম্যান কবির অসহায় গরীব মানুষদের কাছ থেকে বনের প্লট বরাদ্দ দেওয়ার নামে টাকা করে নিয়েছে, সে গরীব মানুষদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে। যত তাড়াতাড়ি সম্ভব গরীব মানুষের টাকা কবীরের কাছ থেকে ফেরত নেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।উক্ত মানববন্ধনে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে বিচারের দাবি জানান।
এ ব্যাপারে জাথিলা বিট কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, তিনি কবীরের দুর্নীতি ও টাকা নেওয়ার কথা শুনেছেন।কিন্তু তিনি এই জাথিলা বিটে আসার আগেই এঘটনা ঘটেছে ।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সঠিক তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে বলে বিট কর্মকর্তা জানান।
Leave a Reply