স্টাফ রিপোর্টার : এবার ২৬ মন ওজনের আলী বাবা কাপাবে গোপালগঞ্জের কোটালীপাড়ার কোরবানীর পশুর বাজার।
৯ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতার প্রিজিয়ান জাতের এই ষাড়টির মালিক উপজেলার চিতশী গ্রামের জাহিদুল ইসলাম মুন্সি বলেন- আমার ষাড়টিকে নেপিয়ার ঘাস খৈল ভূসি ভুট্টা খড় কুটা সহ সম্পূর্ন প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করেছি, ৩ বছর গোয়ালে রাখায় এটি এখন আমার সন্তানের মত, আদর করে ওর নাম রেখেছি আলী বাবা, ওকে আমি কোন প্রকার মোটা-তাজা করন ঔষধ বা কেমিক্যাল খাওয়াই নি, এবারের কোরবানীর ঈদে এটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, আলী বাবার দাম নির্ধারন করা হয়েছে ১০ লক্ষ টাকা।
তবে কোন ক্রেতা যদি এটি ক্রয় করতে ইচ্ছা পোষন করেন তার জন্য বিবেচনা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন এই সফল খামারী।
ষাড়টির পালনকারী শ্রমিক মিকাইল ও হৃদয় বলেন- ষাড়টি কিনে খামারে আনার শুরু থেকেইে আমরা দুজন এটির লালন পালনের দায়িত্ব পালন করে আসছি, সম্পূর্ন প্রাকৃতিক পদ্ধতিতে খাবার খাইয়েছি, ষাড়টির প্রতি এখন খুব মায়া লাগছে।
Leave a Reply