স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা মারপিটে দুই নারী সহ চার জন আহত হয়েছে।
আহতরা হলেন- ১। মিম আক্তার (১৪), ২। ছাবিনা বেগম (২৪), ৩। নুরু হাজরা (৩৫) এবং ৪। বজলু হাজরা (৬০)।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক বজলু ও নুরুকে হাসপাতালে ভর্তি রাখে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায়। গত শনিবার বিকেলে উপজেলার হরিনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাড়ীর জায়গার বিষয়ে মৃত: করম আলী হাজরার ছেলে বজলু হাজরা এর প্রতিবেশী আজাহার শেখের ছেলে লাভলু শেখের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন চৌকিদার বাদল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আমিনশীপ দ্বারা জায়গা মেপে বিষয়টি সুরাহার চেষ্টা চালায়। তখন দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে লাভলু শেখের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভুক্তভোগী লোকজনকে মারপিটে আহত করে। এ সময় হামলা কারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলে থানায় অভিযোগ সূত্রে জানা যায়। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হত্যার হুমকী দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
বজলু হাজরা সাংবাদীকদের বলেন- আমার পৈত্রিক জায়গা লাভলু শেখ গং জোর পূর্বক দখল করতে চায়, জায়গা মাপতে গেলে হামলা চালিয়ে দা বটি দিয়ে আমাদের কোপায়, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
লাভলু শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- দুই পক্ষের মহিলারা কথা কাটাকাটি করে বিবাদ বাধিয়েছে, লাঠি দা কোনটা দিয়ে মেরেছে জানিনা, আমি মারপিট করি নাই।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। এ ঘটনায় ফায়েক হাজরা বাদি হয়ে দশ জনকে বিবাদি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply