স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৃত্যুদন্ড ও সাজা প্রাপ্ত ১০ আসামীকে খুজছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, মেহেদী হাসান হাওলাদার, স্বপন বৈরাগী, মোঃ আজগর চৌধুরী সহ তিন জন মৃত্যুদন্ড এবং মহাজন বৈরাগী, বিমল বৈরাগী, জাকির হোসেন, কৃষ্ণ বাড়ৈ, জাকির হোসেন মোল্লা, যতিন সেন ও দশরথ সরকারসহ সাত জন যাবজ্জীবন দন্ড প্রাপ্ত সহ মোট ১০ আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে।
এলাকায় গিয়ে জানা যায়, এরা সকলেই প্রায় দুই যুগ যাবৎ প্রতিবেশি দেশ ভারতে অবস্থানকরছে। কেহ কেহ মৃত্যুবরণ করেছে বলে জানায় অনেকে। কোথাও দেখা যায় বিক্রিত ফাকা ভিটা পড়ে আছে। তবে পুলিশি তৎপরতা রয়েছে অব্যহত। কলাবাড়ী ইউনিয়নের চক পুকুরিয়া গ্রামের ইউপি সদস্য পরিতোষ মধু, মিঠুন বৈরাগী, নিত্যান্দ সরকার, রাসমনি বৈরাগী সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- নারী ঘটিত কারনে খুনের ঘটনা ঘটেছিল, আসামীরা সেই থেকে পালিয়ে ভারতে চলে গেছে, কৃষ্ণ বাড়ৈ বাড়ী ঘর বিক্রি করে চলে গেছে, সেখানে বেচে আছে না মরে গেছে আমরা জানিনা।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে, অতিসত্বর গ্রেফতার করে আদালতে সপর্দ করা হবে।
Leave a Reply