শাহ আলম মিয়া , কোটালীপাড়া : সনাতন ধর্মাবলম্বীদের মতে সরস্বতী হলেন বিদ্যার দেবী। তিনি দেবতা মা দূর্গার কন্যা। এই দেবী শিক্ষার্থীদের জন্য বয়ে আনেন কল্যান। এই বিশ্বাসেই প্রতিবছর মাঘি পঞ্চমীতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনার মধ্য দিয়ে আরাধনা করা হয় এই বিদ্যা দেবীর।
তাই সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে বাহারি রঙয়ের পোশাক পরে বিদ্যালয় প্রাঙ্গনে আসতে থাকে শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত চলে দেবীর আরাধনা। পরে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা প্রসাদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক গোবিন্দলাল বাড়ৈ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সবুজ বরন তালুকদার, সদস্য- বিমল চন্দ্র বাড়ৈ, ক্ষিতিশ হালদার, প্রাক্তন শিক্ষার্থী বিধান চন্দ্র তালুকদার, শিক্ষার্থী- হৃদিতা অধিকারী, অনুপ হালদার, মিথিলা বালা, অর্নব বাড়ৈ, অর্পিতা বাড়ৈ, লিয়ন গাইন সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply