শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলছে উচ্ছেদ অভিযান। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে অত্র এলাকার ঔষধের ফার্মেসী, ডায়াগনষ্টিক সেন্টার ও খাবারের দোকান সহ প্রায় ৩০টি ঘরের সামনে সরকারি জায়গায় অবৈধ ভাবে নির্মিত বর্ধিত অংশ ভেঙ্গে দেয় উপজেলা প্রশাসন।
সদর ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ স্যারের নেতৃত্বে আমরা উচ্ছেদ অভিযান চালাচ্ছি, এ অভিযান ধারাবাহিক ভাবে উপজেলা পরিষদের সামনে এবং
রাজৈর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়ও চলবে। এ সময় প্রশাসনিক কর্মকর্তা নাসির তালুকদার, এ এস আই হুমায়ুন, সার্ভেয়ার সোহেল শেখ, সহকারী তহসিলদার বিকাশ দত্ত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply