কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙ্গে আরাফাত সানী নামে এক ছাত্র আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।
আহত আরাফাত সানী বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে বরইভিটা গ্রামের আলামিন শিকদারের ছেলে।
আরাফাত সানীর বাবা আলামিন শিকদার বলেন, শনিবার বিকেলে আমার ছেলে তার বন্ধুদেরকে সাথে নিয়ে বিদ্যালয়টির মাঠে খেলতে গিয়েছিল। এক পর্যায়ে গেটটি ভেঙ্গে সানী চাপা পড়ে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আমরা বাড়ি নিয়ে এসেছি।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার বলেন, মাত্র ৬দিন আগে বিদ্যালয়ের দেওয়ালে এই গেটটি লাগানো হয়েছে। কাজটি নিম্নমানের হওয়ায় গেটটি ভেঙ্গে পড়েছে বলে আমাদের ধারণা। এ ঘটনার তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ঠিকাদার নাসির শেখ বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত হওয়ার খবর স্বীকার করে বলেন, কাজটি বর্তমানে চলমান হয়েছে। এখানে কোন নিম্নমানের কাজ হয়নি। আমি ভেঙ্গে পড়া গেটটি পুরণায় স্থাপন করে দিবো।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বিষয়টি জানার পর তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।
Leave a Reply