স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওয়াবদার হাটের ২ শতাধিক ব্যবসায়ী উচ্ছেদ আতংকে মানব বন্ধন করেছে। পানি উন্নয়ন বোর্ডের নোটিশে ১ সপ্তাহের মধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে নিতে বলার প্রতিবাদে তারা এ মানব বন্ধন করেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ওয়াবদার হাট সড়কে উচ্ছেদ আতংকিত ২ শতাধিক ব্যবসায়ী এ মানববন্ধন করেন।
মানববন্ধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, আমতলী ইউনিয়নের ওয়াবদার হাট নামক স্থানে ২ শতাধিক ব্যবসায়ী রাস্তার পাশে দোকান ঘর নির্মান করে ব্যবসা চালিয়ে আসছিল। দীর্ঘ ৩০ বছর ধরে তারা এ জায়গায় ব্যবসা চালিয়ে আসছে। এতগুলো বছর অতিবাহিত হয়ে গেলেও বর্তমানে পানি উন্নয়ন বোর্ড তাদের জায়গা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে এ সব ব্যবসায়ীদের নোটিশ দিয়েছে। এমনকি মাইকিং করে ২২ জানুয়ারির মধ্যে তারা ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে না নিলে পানি উন্নয়ন বোর্ড আইন প্রয়োগ করে তাদের উচ্ছেদ করবে বলে জানিয়ে দিয়েছে।
ওই বাজারের ব্যবসায়ী মাজাহারুল ইসলাম জানান, দীর্ঘ বছর ধরে আমরা রাস্তার পাশে ঘর তুলে ব্যবসা চালিয়ে আসছি, এখানে আমাদের স্বল্প আয়ের টাকা দিয়ে সংসারের ভরণ-পোষণ চলে। পানি উন্নয়ন বোর্ড নোটিশ দিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে নিতে বলেছে। না হলে ২২ জানুয়ারীর পর তারাই আমাদের উচ্ছেদ করবে বলে জানিয়ে দিয়েছে। আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে এসব পরিবারগুলোর না খেলে পথে ভাসতে হবে।
ওয়াবদার হাট বনিক সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম মহিন জানান, এখানে দীর্ঘ বছর আগে সিরাজ সিকদার নামের এক ব্যক্তি একটি ঘর তুলে অসামাজিক কার্যকলাম চালিয়ে আসছিল, অন্যান্য ব্যবসায়ীরা তার ঘরটি ভেঙ্গে দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে দুর্ণীতিদমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে এসব ব্যবসায়ীদের হয়রানী করে আসছে। সরকার তার প্রয়োজনে এসব ব্যবসায়ীদের উচ্ছেদ করবে তাতে আমাদের কোন আপত্তি নাই তবে প্রধানমন্ত্রীর কাছে আমাদের মানবিক আবেদন উচ্ছেদ করার আগে এসব ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে।
এ ব্যাপারে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী উৎপল রায় বলেন, ওয়াবদার হাটের ব্যবসায়ীরা বিনা অনুমতিতে ঘর তুলে ব্যবসা চালিয়ে আসছে, বতমানে ওই জায়গা পানি উন্নয়ন বোর্ডের বিশেষ প্রয়োজনে
তাদের ঘর সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে দোকান ঘর সরিয়ে না নিলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহন করব।
Leave a Reply