শাহ আলম মিয়া, কোটালীপাড়া : মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করে ফেইসবুকে স্টাটাস দেওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ সুপার আয়শা সিদ্দিকা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আতংকিত না হওয়া সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
এসময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন।
সরজমিনে জানা যায়, এলাকার অনাদি অধিকারীর ভারতে অবস্থানরত ছেলে আবির অধিকারী অপু(১৭) মহানবীকে অবমাননা করে ফেইসবুকে একটি পোষ্ট দেয়। তা ছড়িয়ে পড়লে উপজেলার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের কয়েকশ বিক্ষুদ্ধ জনতা সংঘবদ্ধ ভাবে উক্ত গ্রামে হামলা চালায়।
হামলাকারীরা সন্তোষ অধিকারী, বিবেক অধিকারী, মাখন অধিকারীর বসতঘর এবং মলয় মধু, সঞ্জিত মন্ডল ও বিদ্যুৎ বিশ্বাসের দোকান সহ কয়েকটি ঘর ভাংচুর করে।
সন্তোষ অধিকারী, মাখন অধিকারী সাংবাদিকদের বলেন- অপু আনুমানিক ৫ বছর আগে ভারতে চলে যায়, তার বাবা অনাদি অধিকারী ভিটাবাড়ী বিক্রি করে ঘটনার ২ দিন আগে ভারত চলে গেছে, আবির অধিকারী অপু এর মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে কটুক্তি করে ফেইসবুকে স্টাটাসের কারনে আমাদের উপর এতবড় হামলার ঘটনা ঘটিয়েছে, আমরা অপু’র কঠিন বিচার চাই, যাতে এদেশে সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারি এবং এধরনের অনাকাংখিত ঘটনা পুনারায় না ঘটে সে জন্য সরকারের কাছে নিশ্চয়তা চাই।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিন্দ্রনাথ রায় জানান- ঘটনা নিন্দনীয়, আমরা ব্যথিত।
কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধু বলেন- এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা, এখানে এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন শান্ত, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply