কহিনুর বেগম, পটুয়াখালী : গোধুলীর শেষ লগ্নের লালবর্ণ আকাশ যেমন পাল্টে দেয় সন্ধ্যা তাঁরায়। একইভাবে কৃত্রিম আলোর পশরায় এক নিপুন সন্ধ্যা নেমে আসে তেঁতুলিয়া সাগরের মোহনায়। সন্ধ্যা হলে বেশকিছু প্রদীপের আলোতে আলোকিত হয়ে ওঠে বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদীর তীর। সভ্যতা থেকে ছিটকে পরা এই দারিদ্র জনগোষ্ঠির নাম মান্তা সম্প্রদায়। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ এই পরিবারগুলো এখন বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া বিস্তীর্ন এলাকায় তাঁদের বসবাস । বাংলাদেশের নাগরিক হলেও অন্যদের মতো মৌলিক চাহিদা মেটাতে অক্ষম এই জনগোষ্ঠি।
সর্বহারা কিংবা নিঃস্ব বলে সমাজে আখ্যায়িত হলেও-নিজেদের মান্তা জনগোষ্ঠি বলে দাবী করেন তারা। দশমিনা -গলাচিপা উপজেলার নদীর কুল ঘেষা বুড়াগৌরাঙ্গ, ডাকুয়া, রতনদি- চরকাজল, এবং তেঁতুলিয়া নদীর তীরে এই দারিদ্র জনগোষ্ঠির বসবাস। কখন কোন ঋতু কিংবা বর্ষা মৌসুম-এমন হিসাব-নিকাশ নাই পরিবারগুলোর।
কাঠের তৈরী ছোট্ট একটি নৌকা নিয়ে বিভিন্ন নদ-নদী গুলোতে মাছ শিকার করাই এদের মুল লক্ষ্য। শুধু মাছ ধরা নয়, নৌকায় জন্ম, নৌকায় শৈশব আর নৌকায় এদের মৃত্যুু হয়। পরিবারের সবাই মিলে নৌকায় বসবাস করে আসছেন জন্ম থেকে। সারাদিন রোদে পুরে অথবা বর্ষায় কাক ভেজা দিয়ে সন্ধ্যায় ফিরে আসে বিভিন্ন নদীর কিনারে। দিনভরের রোজগার দিয়ে সন্ধ্যায় চুলা জালায় নৌকার ছাউনিতে। রাতেই হয় ভোজন। এভাবেই বসবাস করে আসছেন ওই নদীর কিনারে বেশকিছু মান্তা পরিবার।
এদের প্রতিষ্ঠানিক শিক্ষা তো দূরের কথা, নাই স্বাস্থ্য সেবা অথবা পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জানে না তারা। রোগ-বালাই সারতে দৌড়ে যায় স্থানীয় কবিরাজ, বৈদ্যের কাছে। জন্ম সুত্রে বাংলাদেশী অথবা মুসলীম দাবী করলেও স্থানীয় সরকার প্রতিনিধি থেকে রয়েছে তাদের প্রতি চরম অবহেলা। গ্রাম পর্যায়ে সরকার কর্তৃক বিভিন্ন সাহায্য দেয়া হলেও স্থানীয় জন প্রতিনিধিরা ভূমিহীন অথবা নদীতে বসবাস কারীদের জন্য কোনো সাহায্য দেয়া হয় না।
শিক্ষা বলতে বাবা-মায়ের সাথে শিশু-কিশোরদের মাছ ধরা অথবা মাছ ধরার কাজে সাহায্য করা। দুই সন্তানের জননী মান্তা জনগোষ্ঠি পরিবারের সদস্য শাহনাজ বেগম সাংবাদিককে বলেন, স্বামীর সংসারে এক ছেলে এক মেয়ে নিয়ে চার সদস্যের বসবাস। তিনি আরো বলেন, চাঁদুপুর জেলার আদিবাসী ছিলেন। শত বছর আগে নদী ভাংঙ্গনে নিঃস্ব হয়ে তার পূর্ব পুরুষ দক্ষিনাঅঞ্চলে পটুয়াখালী জেলার বুড়াগৌরাঙ্গ নদীর কিনারে ঘাটি বাঁধে, তারপর থেকেই এই নদীর কিনারে তাঁদের বসবাস। সাগরের নোনা জল যেমন জীবন বাচায়, তেমনি সাগরের এক-একটি ঢেউয়ের সাথে ক্ষয়ে যায় তাদের ছোট-ছোট স্বপ্ন। শিশু দুই সন্তানও তাদের সাথে মাছ ধরার কাজে সাহায্য করছেন। দিনরাত মাছ ধরে বাজারে বেচে দিয়ে সওদা করতে হবে, এমন চিন্তা ছারা সমাজের নূন্যতম সভ্যতা-আচারণ জানেও না তারা।
মান্তা সম্প্রদায়ের সদস্য সাইদুর বলেন, বরশি ও জাল দিয়ে মাছ ধরেন তিনি। দুই সন্তান নিয়ে ছোট্ট একটি নৌকার ছাউনিতে বসবাস করেন। অর্থও সঙ্কটে কিন্তু পরিবারের সদস্য চার জন। তারা দাবি করেন সরকারের পক্ষ থেকে তাদের কোন আর্থিক সাহায্য এখন পযন্ত তাদের কাছে আসে নাই সরকার যেন তাদের দিকে একটু সু-দৃষ্টি কামনা করেন এই অসহায় মানুষগুলো। এভাবেই বিভিন্ন নদীর কিনারে শত শত নৌকায় নারী-পুরুষ, শিশুসহ শতশত মানুষের বসবাস।
Leave a Reply