কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম উপজেলার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণপাড়া গ্রামের মোয়াজ্জেম শেখের স্ত্রী।
জানা যায়, রাবেয়া বেগম ঘাঘর বাজার থেকে ইজিবাইকে চড়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চাকায় ওড়না পেচিয়ে গাড়ি থেকে পড়ে যান তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply