মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিম পাড়া হযরত হুসাইন (রাঃ) মাদরাসায় ২দিন ব্যাপি বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানের ২য় শেষ দিনের মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার ( ১৩জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত মাহফিলে অভয়নগর উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ- এঁর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রাম ডা. কাজী হুসাইন আহমাদ-এঁর পরিচালনায়, প্রধান বক্তা ছিলেন মাওলানা গাওছুল আজম হাদী (খুলনা) বিশেষ বক্তা ছিলেন নওয়াপাড়া পীর বাড়ী মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব আবু তালহা সাহেব।
ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী ফারাজী মাসুদুর রহমান টিটো, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ হারিছ, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক মোঃ কামাল হোসেনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রমুখ। পরে মাওলানা গাউছুল আজম হাদী-এঁর দোয়া পরিচালনার মাধ্যমে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের ২য় শেষ দিনের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply