স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনয় মিস্ত্রী (২২) নামক এক যুবকের বেধড়ক মারপিটে ২ সন্তানের জনক নিত্যানন্দ বল (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত ব্যক্তি পীড়ারবাড়ী গ্রামের মৃত ব্রজেন্দ্রনাথ বল এর ছেলে। উপজেলার পীড়ারবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সরজমিনে জানা যায়, জমিতে শেওলা যাওয়াকে কেন্দ্র করে এলাকার ব্রজেন মিস্ত্রীর ছেলে বিনয়ের সাথে মঙ্গলবার সকালে নিহতের কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে বিনয় লাঠি দিয়ে নিত্যানন্দকে বেধড়ক মারপিট করে। এতে নিত্যানন্দ গৃরুতর আহত হয়। স্বজনেরা তাকে জমি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনিত ঘটলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল মেডিকেলে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১২টায় মৃতু হয় নিত্যানন্দের। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারসহ পালিয়ে যায় বিনয়।
নিহতের মেয়ে মুক্ত বল সাংবাদিকদের বলেন, বিনয় মিস্ত্রী আমার বাবাকে পিটিয়ে মেরেছে, আমি বিনয়ের ফাঁসি চাই।
দুলাল মল্লিক, সৌরভ বাড়ৈ, দেবদাস ঢালী জানান, আমরা পাশ্ববর্তী জমিতে কাজ করতে ছিলাম, মারপিটের শোরগোল টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঠেকাই, তখন হামলাকারীরা আমাকে টুকরো করে মাছে খাওয়ানোর হুমকি দেয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply