কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের পূর্ব খেজুর বাড়িয়া জামিয়া আরাবিয়া আনারুল কোরআন মাদ্রাসার সামনে থেকে ইউসুফ আলী আকনের বাড়ি পর্যন্ত ১ হাজার ৪শ মিটার দৈর্ঘ্য একটি মাটির রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্বাধনে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় এই রাস্তার নির্মাণ কাজ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, শ্রমিক দিয়ে ডে পেমেন্টে মাটি কাটার নিয়ম থাকলে তা করা হচ্ছেনা। ভেকু মেশিন দিয়ে আবাদি জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেখানে জমির মালিকদের মাটির টাকা দেয়া হচ্ছেনা। প্রকল্পের সভাপতি জোড় করে আবাদি জমি থেকে মাটি কাটছেন। জমির পাশে বিভিন্ন ধরণের গাছ কেটে সাবার করে দিচ্ছেন। এ ছাড়া ও মূল রাস্তা থেকে ৩-৪ ফুট উচ্চতায় ও ১২ ফুট চওরা (পাশে) মাটিফেলার কথা থাকলেও যেনতেন ভাবে মাটি ফেলা হচ্ছে।
স্থানীয় কয়েক ব্যক্তি অভিযোগ করেন, আনারুল কোরআন মাদ্রাসার সামনে থেকে রাস্তায় মাটি ফেলার কাজ শুরু করার কথা থাকলেও তা করা হয় নাই। প্রায় ২ শ মিটার দৈর্ঘ্য রাস্তায় মাটি ফেলা হয়নি। অবশ্য প্রকল্পের সভাপতি বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, মসজিদের পাশে মাটি না পাওয়ায় কাজ করা যায়নি।
ওই গ্রামের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান জানান, দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোহন প্রকল্পের কাজ করছেন। রাস্তার কাজে কোন অনিয়ম হচ্ছেনা।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মোহন বলেন,‘ এমপি সাহেবের বিশেষ বরাদ্ধ দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। কাজটি আমি করলেও প্রকল্প আমার নামে না। আমার চাচার নামে। নিয়ম মেনেই রাস্তায় মাটির কাজ করা হচ্ছে।’
এ ব্যাপারে দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির হোসেন বলেন,‘ ওই গ্রামে মাটির রাস্তা হচ্ছে তাই আমি জানিনা।’ কেন জানিনা ? এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এমপির বিশেষ বরাদ্ধের কাজ। আমি কি করে জানবো।’
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন,‘ কাবিটা প্রকল্পের মাধ্যমে (এমপির বিশেষ বরাদ্ধা) রাস্তার কাজ করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ লাখ টাকা।’ অনিয়ম প্রসংগে তিনি বলেন,‘ সরেজমিন দেখে ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply