মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, পরোপকারী, স্বনামধন্য নগেন্দ্রনাথ রায় পরোলোক গমন করেছেন (দিব্যান্ লোকন্ স গচ্ছতু)। তার বয়স হয়েছিলো ৯৩বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৮জানুয়ারি অনুমানিক দুপুর ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সোমবার পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামবাসীসহ এলাকার সুধীজন মিলে স্থানীয় সুড়িরডাঙ্গা মহা-শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করেন। কর্ম জীবনে নগেন্দ্রনাথ রায় সুনামের সাথে চেঙ্গুটিয়া ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পর অবসরে যান। অবসরকালীন সময়ে তিনি সুনামের সাথে আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সভাপতি থাকাকালীন তিনি বিদ্যালয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষা কেন্দ্রও তৈরী করেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র, বৌমা ও নাতী নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র পুত্র কানন কুমার রায় সাবেক জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (করনীতি)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেন ১৯৮৫সালে। বৌমা মল্লিকা রায় আইন বিভাগ থেকে পড়াশুনা শেষ করেন। নাতী শতদল রায় সার্ভার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং (কানাডা) ও নাতনী প্রিয়ংকা রায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (কানাডা) অধ্যায়নরত। পরিবারটি এলাকায় আলোকিত পরিবার বলে পরিচিত। সমাজসেবক নগেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে শোক বিবৃতি জানিয়েছেন অভয়নগর উপজেলা আ’লীগ সভাপতি এনামূল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন সহ-সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রবীন অধিকারী ব্যাচা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সফি কামাল, সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউনিভার্সিটি অব ইষ্ট লন্ডন যুক্তরাজ্য সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. সুজিত বিশ্বাস, ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সমীরণ সরকার, সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস ও বিকাশ মল্লিক, সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি স্বপন সরকার, সাবেক জনস্বাস্থ্য প্রকৌশলী রতেন্দ্রশ্বর বিশ্বাস, অ্যাডভোকেট সুজিত বিশ্বাসসহ দূরদুরন্ত থেকে আগত অসংখ্যা গুনিজন।
Leave a Reply