মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন মহাকাল রেজোয়ান সাহেবের আমবাগানে, মরহুম আকবার আলী গাজীর মাগফেরাত কামনায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ জানুয়ারি দিনব্যাপি ইসলামিক সাংস্কৃতি অনুষ্ঠিত হয়। রাতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠাপোষাকতায় ছিলেন প্রবাসী জি এম হাসান।
এসময় নওয়াপাড়া পৌর বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইমদাদুল হক তরফদারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীন এর সার্বিক সহযোগিতায় তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল আযাহার বিশ্ববিদ্যালয় মিশর মাওলানা আবুল কালাম আজাদ আযাহারী।
বিশেষ বক্তৃতায় ছিলেন, চেঙ্গুটিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম, বায়তুল মামুর পৌর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নাছির উদ্দীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল মামুর নওয়াপাড়া পৌর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব রেজোয়ান আহম্মেদ, জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন, বিশিষ্ট চিকিৎসক ও চেঙ্গুটিয়া বাজার কমিটির সাবেক সভাপতি ডা.মোহাম্মদ আলীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply