শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাতিজা আশিষ বৈরাগী বাবু (৩০) এর হাতে ৪ সন্তানের জনক কৃষক চাচা পরিমল বৈরাগী (৫৫) নির্মম ভাবে খুন হয়েছেন। উপজেলার নারায়ন খানা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সরজমিনে জানা যায়, এলাকার মৃত দেবেন বৈরাগীর ছেলে রাজেন বৈরাগী ও পরিমল বৈরাগী ২ সহদরের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রাজেনের ছেলে আষিশ পরিকল্পিত ভাবে চাচা পরিমলকে বেধড়ক মারপিট করে। এতে পরিমল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে।
অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে পরিমলের মৃত্যু হয়।
মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত আশিষ পরিবারসহ পালিয়ে যায়।
নিহতের মেয়ে দিথি বৈরাগী বলেন, আশিষ বৈরাগী বাবু আমার বাবাকে খুন করেছে, আমরা বাবুর বিচার চাই, ফাঁসি চাই।
রমেন বৈরাগী, বিধান বৈরাগী, বিপুল বৈরাগী, লতিকা বৈরাগী, আলোরানী বৈরাগী, সাধনা বৈরাগীসহ একাধিক এলাকাবাসী জানান, রাজেনের পরিবার বাড়ীর সকল প্রতিবেশিদের সাথে বিবাধ করে বেড়ায়, সে একজন মামলা বাজ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিবাধ মিটানোর চেষ্টা করলেও রাজেন মানে না, তারা বাপবেটারা একাধিকবার মারপিটের ঘটনা ঘটিয়ে আসছে, রাজেনের নির্দেশেই আশিষ পরিকল্পিত ভাবে পরিমলকে খুন করেছে, ঘটনার পর দফাদার ইখতিয়ার খান অভিযুক্তদের পালিয়ে যেতে যাহায্য করে।
ইখতিয়ার খান বলেন, আমি পালিয়ে যেতে সাহায্য করেনি, যা করেছি ডিউটি অফিসারের নির্দেশে করেছি।
ডিউটি অফিসার বলেন, আমি ডিউটি অফিসার না ওয়ারলেস অপারেটর, দফাদারকে ফোন করে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের অবস্থা দেখতে বলেছি। এ ঘটনায় নিহতের ছেলে নয়ন বৈরাগী বাদী হয়ে ৪জন কে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ০৪, তারিখ- ০৬/০১/২৩ইং।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
Leave a Reply