কহিনুর বেগম, বাউফল: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ এমপি।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন চত্বরে প্রায় ১হাজার শীতার্ত মানুষের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ রায়হান সাকিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন ও পৌর আওয়ামী লীগের সভাপতি, মোঃ ইব্রাহিম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।
এরপর আসম ফিরোজ এমপি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আকাশ জমিনের বাউফলের আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন। ওই পত্রিকার তিনি প্রধান উপদেষ্টা।
Leave a Reply