স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো শ্রদ্ধাঞ্জলী অর্পন, র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ।
এ উপলক্ষ্যে বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন- উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন। পরে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সমন্বয়ে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়। সব শেষে মিষ্টি বিতরন করা হয়। উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন।
প্রধান অতিথী ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক- মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান, সদস্য জাহাঙ্গীর হোসেন খান, ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাবেক সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক ইউপি চেয়রম্যান নাদের আলী মিয়া, আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম রুনি, মিজানুর রহমানর তাজ বুলবুল, টুটুল শেখ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতকর্মী বৃন্দ প্রমুখ।
Leave a Reply