শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এর উন্নয়নের কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি শহিদ উল্লাহ খন্দকার এর সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সুধিজনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় এ মত বিনিময় সভার আয়োজন করেন উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শহিদ উল্লাহ খন্দকার।
প্রধান অতিথি এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শ্রবন করে তা দ্রুত ও সুষ্ঠু ভাবে সমাধান দেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
এর আগে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোপালগঞ্জ গোলাম কবির, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌরমেয়র হাজী কামাল হোসেন শেখ, নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, কৃষি কর্মকর্তা নিটুল রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দাসেন গুপ্তা, পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান হাজী আমিনুজ্জামান খান মিলন, হিরন ইউপি চেয়ারম্যান মাজাহারুল ইসলাম পান্না।
আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নাদের আলী মিয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, সাবেক পৌরমেয়র এইচএম অহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Leave a Reply