শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাতিজার মটর সাইকেল চাপায় নির্মান শ্রমিক চাচা এক সন্তানের জনক আরিফ মিয়া (৩৫) নিহত হয়েছে।
সে পৌরসভার ৭নং ওয়ার্ড উলাহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় মটর সাইকেল চালক ভাতিজা আলি মিয়া (১৩) সহ অন্য এক আরহী গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের উলাহাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ফিলিংস্টেশন সংলগ্ন দোকানে চা পান করে রাস্তা পারাপারের সময় ঘাঘর দিক থেকে আসা দ্রæতগতির মটর সাইকেল চাপা দেয় আরিফকে।
এতে ৩জন গুরুত্বর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করেন সজনেরা। অবস্থার অবনতি ঘটলে আরিফকে খুলনা মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় মৃত্যু হয় আরিফের।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।
Leave a Reply