মোঃ কামাল হোসেন, অভয়নগর: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে অভয়নগরে জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
নওয়াপাড়া সরকারি কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল লতিফ এর সঞ্চালনায় শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের সকল বৈষম্য দূর করতে হবে। শিক্ষকরা জাতির মেরুদন্ড তাই জাতিকে শক্ত ও মজবুত করতে হলে শিক্ষকদের মেরুদন্ড শক্ত করতে হবে , শিক্ষকদের প্রতি সরকারের নেক নজর বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের হাত মজবুত হলেই শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রুপায়ন সম্ভব হবে। তারা আরো বলেন শিক্ষকদের সন্তানদেরকে শিক্ষকতা পেশায় আসতে দিতে চান না শিক্ষকরা । অন্যান্য পেশার প্রতি ঝুঁকে পড়েন তারা । কারণ আজও শিক্ষকদের প্রতি সেই মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি ।
জাতীয় শিক্ষক দিবসে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ,অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু ,পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এন এম মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল ,দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সকিনা বেগম, গাজীপুর রউফিয়া আলিম মাদ্রাসার প্রভাষক নাসির উদ্দিন, রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক সাংবাদিক গাজী আবুল হোসেন সহ অভয়নগরের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply