মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের প্রাণকেন্দ্র নূরবাগ মোড়। যশোর-খুলনা মহাসড়ক এর সাথে সংযোগকৃত একটি রাস্তা যে রাস্তায় রয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৫/৬ টা বেসরকারী ক্লিনিক হাসপাতাল ।
যে রাস্তার নামকরণ হয়েছে হাসপাতাল রোড, ঐ রাস্তাদিয়ে প্রত্যেক দিন হাজার হাজার রোগীর যাতায়াত। নূরবাগ মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও নাকের ডগা দিয়ে অবৈধযান থ্রি হুইলার, ইজিবাইক,ও মটর চালিত ভ্যান রাস্তা দখল করে বসে থাকে। নূরবাগ মোড়ে পূর্বে বাস স্ট্যান্ড থাকলেও এখন নওয়াপাড়া পৌরসভা থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও বাসগুলো রাস্তার দু’পাশ থেকে মাঝ বরাবর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করতে দেখা যায়। এজন্য নুরবাগ মোড়ে যানযটের সৃষ্টি হয়।
অনেক সময় দেখা যায় রোগী নিয়ে আসা এ্যাম্বুলেন্সগুলো স্বাধীনতা চত্বরে যানজটে ঘন্টাব্যাপি দাড়িয়ে হাসপাতাল রোডে ঢুকতে পারে না। অতঃপর হাসপাতাল রোডে ঢুকলেও রাস্তার দু’ধারে দোকানের সামনে বিভিন্ন কাঁচামালসহ ফলফলাদির দোকান বসিয়ে যানজট সৃষ্টি করে। অন্যদিকে অবৈধ দখল করে থাকে হকার ও ভ্যান চালকরা। সে ক্ষেত্রে আরো ভোগান্তি হয় রোগী ও রোগীর স্বজনদের। যখন তখন ঘটে দুর্ঘটনা। ভুক্তভোগী শরিফুল ইসলাম নামে রোগীর স্বজনের সাথে কথা হলে তিনি বলেন, আমার ভাই সড়ক দুর্ঘটনায় আহত হলে সঠিক সময়ে হাসপাতালে নিতে পারি নাই, আর যখন হাসপাতালে পৌছালাম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন, নেওয়ার পথে আবারো ভোগান্তি, পথেই আমার ভাই মারা যায়।
নূরবাগ মোড়ে অবস্থিত ২০ থেকে ৩০ টা ওষুধের ফার্মেসি রয়েছে। রোগীর স্বজনরা যখন ওষুধ কেনার জন্য নূরবাগ আসে তখন ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। কখনো কখনো হাসপাতাল রোডে ট্রাকে লোড আনলোড করতে দেখা যায়। সচেতন মহলের প্রশ্ন এসব ভোগান্তির শেষ কোথায়।
এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের কোন রকম দায়িত্বে অবহেলা নেই, জনগণের অসচেতনতার জন্যই এ ধরনের ভোগান্তিতে পড়তে হয়। আইনগত ব্যবস্থা নিতে গেলে বিভিন্ন জায়গা থেকে আসে সুপারিশ। যে কারনে আমাদের দায়িত্ব পালন করতে কিছুটা অসুবিধা হলেও আমরা চেষ্টা করছি দ্রুত এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে, আপনারা আমাদের সহযোগীতা করবেন।
Leave a Reply