মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: “আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) হাতীবান্ধা উপজেলা প্রশাসন আয়োজিত প্রথমে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম, হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ, হাতীবান্ধা ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইনচার্জ নির্মল কুমার রায়, সাংবাদিক সুমন খান, রকিবুল হাসান রিপন,উপজেলা জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আশা ছাত্র ছাত্রীসহ আরো অনেকে।
Leave a Reply