শাহ আলম মিয়া, স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিখ্যাত হেমায়েত বহিনীর প্রধান, স্বাধীনতার অগ্রসৈনিক, প্রয়াত হেমায়েত উদ্দিন বীর বিক্রমের ৬ষ্ঠ মৃত্যু বর্ষিকী এবং হেমায়েত বাহিনীর সকল শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের স্বরনে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এক অনুষ্ঠান আয়োজন করেন হেমায়েত বাহিনীর সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন – বীর মুক্তিযোদ্ধা- আব্দুল মান্নান শেখ, আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের হোসেন ঠাকুর, জাহাঙ্গির হোসেন শেখ, প্রভাত চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা প্রজন্ম পলাশ সরদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা -তৈয়াবুর রহমান সরদার, আতিয়ার রহমান মোল্লা, নিজাম শেখ, ইউনুস তালুকদার, পরিমল বিশ্বাস, বিমল মল্লিক, গীতা রানী, মুক্তিযোদ্ধা প্রজন্ম হাসিব উদ্দিন পান্নু প্রমূখ।
Leave a Reply