সেলিম শেখ, ফকিরহাট: খুলনায় বিএনপির জনসভাকে কেন্দ্র করে ফকিরহাটে বহিরাগতদের নিয়ে গুলি বর্ষণ এবং সন্ত্রাস ও নৌরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিােভ মিছিল ও প্রতিবাদ সভা শুক্রবার (২১শে অক্টোবর) বিকেল ৫টায় কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ মুস্তাহীদ সুজা, আব্দুর রাজ্জাক, সুবীর কুমার মিত্র, আলহাজ্ব সিদ্দিক আলী, যুগ্ম-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল ইসলাম,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, দপ্তর বিষয়ক সম্পাদক নির্মাল কুমার দাশ, জেলা পরিষদের নবনিবার্চিত সংরতি মহিলা সদস্যা সৌমা ভট্টাচার্য,ইউপি চেয়ারম্যানবৃন্দ,আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিবৃন্দ উপস্থিত প্রমূখ।
বিকেল ৩টা হতে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এস সভাস্থলে হাজির হয়। মিছিলে জনসভা স্থল কানাই কানাই পরিপূর্ণ হয়ে তা যেন জনসমুদ্রে পরিনত হয়।
Leave a Reply