স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ রবি হালদার (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া থানার এসআই কাজী একে আজাদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সিকদার মঞ্জিল নামক বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ রবি হালদারকে গ্রেফতার করে। রবি হালদার উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের গুরুবর হালদারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত রবি হালদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply