সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাটে পরিচ্ছন্ন ও টেকসই উপজেলা গড়ার লক্ষ্যে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষ্যে র্যালি, হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট উপজেলা প্রশাসন ও বেতাগা ইউনিয়ন পরিষদ যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এ ¯স্লোগানকে সামনে তুলে ধরে র্যালি বেতাগা বাজার চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেতাগা ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
এসময় ইউনিয়ন পরিষদ চত্বরে হাত ধোয়া অনুষ্ঠিত হয়।
পরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারন্যান স্বপন দাশ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শাহ মো. মহিবুল্লাহ, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. হাসিবুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আ. রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে ডাষ্টবিনের বক্স বিতরণ করা হয়। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply