সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান বুধবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্য্যালয় অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুবির মিত্র, আবু হুরায়রা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন , সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসপিয়ার হোসেন,সদস্য শেখ আলী আহম্মদ,জেলা কৃষক লীগের সহ সভাপতি পুলিন বিহারী ঘোষ। উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আরিফ শেখ এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন,আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
২য় অধিবেশনে সভাপতি পদে আবু বক্কার সিদ্দিক ও আল আমিন এবং সাধারণত সম্পাদক পদে খান মুনসুর ও মোঃ আরিফ শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহনের মাধ্যমে মোঃ আল আমিন সভাপতি ও মোঃ আরিফ শেখ- সাধারন সম্পাদক পদে বিজয় লাভ করে। দলীয় সদস্য পদ পেয়ে নেতা নির্বাচন করার জন্য এমন ভোট দিতে পেরে ব্যাপক আনন্দ লাভ করেছে বলে জানালেন আওয়ামী লীগের সদস্য বৃন্দ।
Leave a Reply