শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল-বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালি, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। পরে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুম লাল শাপলায় আলোচনা সভায় মিলিত হয়।
দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অত্র কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নাদের আলী মিয়া, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, ওসি জিল্লুর রহমান, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply