স্টাফ রিপোটার,
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুকে আরো গভীরভাবে জানতে এবং তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে গোপালগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে “অসমাপ্ত আত্মজীবনী” ও “কারাগারের রোজনামচা” বই বিতরণ করা হয়েছে। সোমবার স্থানীয় শেখ মণি অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পাঁচটি স্কুলের মোট পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে মূল্যবান এ বই তুলে দেওয়া হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা এক সিংহ পুরুষ আখ্যা দিয়ে তাঁর প্রতি স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছনোয়ার হোসেন পিপিএম (বার)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু’র সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সহকারী কমিশনার জুবায়ের রহমান রাশেদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, সহকারী কমিশনার মোঃ মামুন খান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ুন কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আফতাবুর রহমান হেলালী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে “মুক্ত চিন্তা, মুক্ত মন অঙ্গীকারে উন্নয়ন” লেখা সম্বলিত রং বেরঙের টি-শার্ট ও বঙ্গবন্ধু’র “অসমাপ্ত আত্মজীবনী” ও “কারাগারের রোজনামচা” মূল্যবান বই বিতরণ করা হয়। এছাড়া মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আমন্ত্রিত অতিথিগণ ক্রেস্ট প্রদান করেন।
Leave a Reply