মোঃ কামাল হোসেন, অভয়নগর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে অভয়নগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফি কামাল, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি হাসান রাজন, সাধারণ সম্পাদক খন্দকার ইমরান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন ইউসুফ রিয়াজ। আলোচনাসভা ও দোয়া শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
Leave a Reply