রবিবার সন্ধ্যার দিকে চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক- পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামের ফয়জুল সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নওশাদ আলী বলেন নিহত ওই যুবক স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো। সন্ধ্যার দিকে রেললাইনের উপর বসে ছিল। এসময় চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে যুবক ঘটনাস্থলে মারা যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply