আটককৃত মাদক কারবারিরা হলেন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর লাকসাম এলাকার হারুনুর রশিদের ছেলে সবুজ মিয়া (২৮), ব্রাম্মনপাড়া উপজেলার দক্ষিণ তেতাভুমি এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সুজন (২০) ও উত্তর তেতাভুমি এলাকার মৃত হারেসের স্ত্রী জরিনা বেগম (৪২)।
সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব, ৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ মাদক এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল।
তিনি আরো বলেন, কুমিল্লা থেকে পাঁচবিবিতে গাঁজা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুরানাপৈল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়।
Leave a Reply