ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে ভটভটি-মােটরসাইকেল মুখামুখি সংঘর্ষ তারেক রহমান (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সােমবার সন্ধ্যায় কালাই উপজেলার মােলামগাড়ীর হলদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তারেক জেলার কালাই উপজেলার আতাহার গ্রামের ছানায়ার হােসনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওসি এস এম মঈনুদ্দীন জানান, তারেক নিজ বাড়ি থেকে মােটরসাইকেল যােগে মােলামগাড়ী বাজার যাছিলেন। পথে জয়পুরহাট -মােলামগাড়ী সড়কের হলদিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত হন তারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নওয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply