মোঃ বগুড়া মিয়া: বাজরিগার, লাভ বার্ড, ফিঞ্চ, ককাটেইলসহ বিভিন্ন রকম বিদেশি পাখি পালন এখন শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই। এখান থেকে বাড়তি আয়ের পাশাপাশি অনেকেই জীবন জীবিকায় স্বাবলম্বী হয়ে উঠছেন। অনেকেই মূল পেশা হিসেবে দেখছেন এ পাখি পালনকে। এই খাতটি আরও সমৃদ্ধ হবে যদি দেশের বাহিরে পাখি রপ্তানির সুযোগ মেলে। বগুড়ায় পোষা পাখি নিয়ে এক কর্মশালায় খামারিদের মুখে এসব কথা উঠে আসে।
মূলত এসব বিষয়ে দক্ষ করতে বগুড়ায় শুক্রবার শহরের ফুলদিঘী এলাকায় একটি হোটেলে পাখি পালনের সাথে জড়িত উদ্যোক্তা সম্মাননা, পুরষ্কার বিতরণী ও পোষা পাখি বা প্রাণী বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এখানে সারাদেশের প্রায় দুই শতাধিক সফল পাখি প্রেমী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বগুড়া কেইজ বার্ড ব্রিডার্স ক্লাবের আয়োজনে স্পন্সর করে এসিআই এনিমেল হেলথ বাংলাদেশে। কর্মশালায় পাখি পালন কিংবা ব্রিডার্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এর অবদান নিয়ে কথা বলেন তারা। এই কর্মশালায় পাখি পালনে অপার সম্ভবনাসহ কিছু সংকটের দিকও উঠে আসে।
এ সময় পাখি পালন বিষয়ে একাধিক অতিথি বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন। বক্তারা জানান, দেশে অন্তত ৫ লাখ পোষা পাখি লালন-পালনের সঙ্গে জড়িতের মধ্যে অধিকাংশই যুবক। এদের মধ্যে বগুড়ায় অন্তত ৩০ হাজার মানুষ সৌখিন পাখি পালনে জড়িত। তাদের মধ্যে অনেকে শখ করে কেউবা আবার বৃহৎ আকারে খামার গড়েছেন। অনেক ছাত্রছাত্রী হাত খরচের টাকা যোগাড় করছেন পাখি পালন করেই। কয়েক বছর আগে এই বিষয়টি এভাবে গুরুত্ব দিয়ে ভাবা ভাবাও যেত না। এই সব বিদেশি পাখির মাধ্যমে এখন দেশে ডিম কিংবা বাচ্চা উৎপাদন করা হচ্ছে। নানা রকমভাবে মিউটেশন বের হচ্ছে। এতে পাখি পালনকারীদের আয়ের পথ প্রশস্ত হচ্ছে।
বগুড়ার কেইজ বার্ড ব্রিডার্স ক্লাবের সভাপতি কৃষিবিদ মো. মিল্টন ইসলাম বলেন, দেশে ব্যাপক পরিমাণ পাখি আমদানি করা হয়। সেই তুলনায় পাখি রপ্তানি করার সুযোগ নেই। এই বিষয়টি নিয়ে আইনি জটিলতা রয়ে গেছে। এই খাতকে প্রয়োজনীয় সুরক্ষা না দিয়ে ধ্বংস করার জন্য নীতিমালা তৈরি করেছে। যা উদ্যোক্তাদের বিকশিত হওয়ার অন্তরায়। তাদের দাবি নীতিমালা সংশোধনের। তাহলে দেশের অর্থনীতিতে যুবসমাজ বড় ভূমিকা পালন করতে পারবে।
বাংলাদেশ বাজেরিগার সোসাইটি অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সুলতান বাবু বলেন, রপ্তানির জন্য গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। তারা এগিয়ে আসলেই আমাদের খামারিরা পরবর্তী ধাপের কাজটি সফলভাবে করতে পারবে।
খামারিদের জন্য পোষা পশু-পাখি ব্যবস্থাপনা আইনটি এখন স্থগিত রয়েছে। উদীয়মান এই শিল্পকে বিকশতি করার সুযোগ রয়েছে। রপ্তানির বিষয়টি নিয়ে নতুন করে ভাবা দরকার।
এসব বিষয়ে সদর উপজেলা প্রানিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. ওয়াসিম আকরাম বলেন, পাখি পালন আমাদের দেশে উদীয়মান শিল্প হয়ে উঠেছে। এ শিল্পের প্রতি সরকারের এখনও সেভাবে নজর দেয়া হয়নি। তবে আমরা এ পেশার প্রতি গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে পাখি রপ্তানির ক্ষেত্রে সরকার বা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে যদি কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই করা হবে। পাশাপাশি খামারিরা যাতে লাভবান হতে পারে সেদিকেও নজর থাকবে।
অনুষ্ঠানে পাখি পালনে দেশের অর্থনীতিতে অবদান রাখায় বিভিন্ন শ্রেণিতে ২২ জন খামারিকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়াও ফেসবুক ভিত্তিক পাখির একটি ফটো কনটেস্টে অংশগ্রহণকারীদের মধ্যে ৬ জনকে পুরস্কার দেয়া হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী, ডা. মহিউদ্দিন আব্দুল কাদের, বগুড়া কেইজ বার্ড ব্রিডার্স ক্লাবের উপদেষ্টা সভাপতি আব্দুল্লাহেল বাকী, এভিকালচারাল সোসাইটি অফ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক রাইসুল হাসান অন্তু প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বগুড়া কেইজ বার্ড ব্রিডার্স ক্লাবের সাধারণ সম্পাদক মৃধা মো. মাহমুদুজ্জামান রোমেল, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান ও কোষাধ্যক্ষ আজাদুর রহমান।
Leave a Reply