শুক্রবার সকালে জেলা শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি স্প্রিডবোট ও ৮টি ট্রলার স্থানীয় সুগন্ধা ও বিশখালি নদীর বিভিন্ন এলাকায় ১০ কিলোমিটার নদীতে র্যালী করে। সুজজ্জিত নৌ-র্যা লিতে ব্যানার ফেস্টুনসহ ইলিশ রক্ষায় প্রচার প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসক মো: জোহর আলীর নেতৃত্বে বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ জেলে, মৎসজীবী সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান র্যা লিতে অংশ নেয়।
আজ ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন দেশের ৬টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে ঝালকাঠিতেও ইলিশ বিপনন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।
Leave a Reply