স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মন্ডপ সাজসজ্জার বিদ্যুতের তারে জড়িয়ে ৪ সন্তানের জনক কৃষক সুনিল কুমার ওঝা (৭০) নাকম এক ভক্তের মৃত্যু হয়েছে।
সে উপজেলার মাদারবাড়ী গ্রামের মৃত নন্দ কুমার ওঝার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা ওঝা(৫৫) গুরুতর আহত হয়।
গতকাল মঙ্গলবার নবমীর দিবাগত রাত ৯টায় মাদারবাড়ী সার্বজনীন দূর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতি দিনের ন্যায় রাতে পূজা দেখতে মন্ডপে যায় সুনিল। অসাবধানতা বসতঃ সাজসজ্জা করা বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। এ সময় স্বামীকে বাচাতে গেলে স্ত্রী গুরতর আহত হয়। আহতকে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে ভর্তি করে সজনেরা।
এ ব্যাপারে কথা বলার জন্য মন্দির কমিটির সভাপতি পিজুস ওঝার মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ পাওয়া যায় নাই।
এ বিষয়ে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ইলেক্ট্রিক শর্কে মৃত্যু হয়েছে, অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply