স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব সাহিদা সুলতানা কোটালীপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার নবমীর দিন সন্ধ্যায় তিনি পূজা মন্ডপ গুলিতে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা কেন্দ্রীয় কালি ও দূর্গা মন্দির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায়, শশি ভূষণ মহাশয় কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কালী বাড়িতে অনুষ্ঠিত সর্বজনীন দুর্গোৎসব উপলক্ষ্যে প্রকাশিত শারদ স্মরনীকা “শশী রশ্মি”র মোড়ক উন্মচন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ মাহাবুব আলী খান, কোটালীপাড়া- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়ার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কেন্দ্রীয় কালী ও দূর্গা মন্দির কমিটির সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা প্রমুখ।
Leave a Reply