নিহত চালক- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চিকনি গ্রামের বাবুল হোসেন (৫৫)। এঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে পাঁচবিবি থেকে ছেড়ে আসা হিলিগামী গরু বোঝায় একটি পিক-আপ ও দিনাজপুরের হিলি থেকে জয়পুরহাটগামী মুরগি বোঝায় পিক-আপ নওদা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় গরু বোঝায় পিক-আপের চালক ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা ছুঁটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দূর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply