মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান(গাইনি অ্যান্ড অবঃ) যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ড. নিকুঞ্জ বিহারী গোলদার।
৩ অক্টোবর, সোমবার তিনি উপজেলার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত পূজামন্ডপ পরিদর্শন ও পূজামন্ডপে অনুদান প্রদান করেন। এসময় সকল ধর্মের মানুষের সাথে কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক স্কুল শিক্ষক সুনিল দাস, কল্যাণ দাস, সাংবাদিক মোঃ কামাল হোসেন, ইয়াছিন আরাফাত, শহিদুল ইসলাম, অমল কৃষ্ণ পালিতসহ যশোর জেলা থেকে প্রাই অর্ধশত নেতৃবৃন্দ। তিনি বিভিন্ন মন্ডপে বক্তব্য রাখেন, তিনি তার বক্তব্যে মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দেন।
বিভিন্ন পূজামন্ডপের দায়িত্বে থাকা ঠাকুরগণসহ সাধারণ জনগণ তার এই মহতী উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে মানবিক মানবতার ডাক্তার হিসেবে সকলের কাছে তিনি প্রিয় হয়ে উঠেছেন।
Leave a Reply