ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির পোষ্ট অফিসে ২ লাখ টাকা ছিনতাই এর সময় হাতে নাতে ছিনতাইকারী ঝন্টু(৫০) কে আটক করে জনতা। পরে ধৃত ঝন্টুকে ঝালকাঠি থানার পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত ঝন্টু খুলনার রুপসা থানার বাগমারা গ্রামের আকব্বার শেখের ছেলে।
নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের পোষাক কর্মী শারমীন আক্তার জানান, তিনি বেলা ১১:৩০ মিনিটের সময় ২ লাখ টাকা তার সাথে থাকা পার্স ব্যাগ ভিতরে রাখা ছিল, এ সময় শারমিন পোষ্ট অফিসের দোতলার কাউন্টারে সামনে জমার রশিদ লেখার সময় ছিনতাইকারী তার পার্স ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার সময় ডাক চিৎকার দিলে পোস্ট অফিসের লোকজনসহ উপস্থিতরা ছিনতাইকারী ঝন্টুকে পাকরাও করে, নগদ টাকা উদ্ধার হয়।
এ বিষয়ে পোস্ট মাষ্টার শাহ সোয়েল জানান, তিনি নিজ কক্ষে কাজ করার সময় বিষয়টি জানতে পারে।
তিনি আরো বলেন, ধৃত ছিনতাইকারী ঝন্টু অনেকক্ষণ শারমিন এর গতিবিধি পর্যবেক্ষণ করে।
Leave a Reply